Take a fresh look at your lifestyle.

যশোর এখন মিছিলে উৎসবের শহর

0

প্রতিবেদক :
দীর্ঘ ৫ বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে গোটা যশোর শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করতে থাকেন। ৯টার কিছু সময় পরে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হলে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভা মাঠে ঢুকতে শুরু করেছেন।

সকাল ১০টায় সীমান্ত জেলা শার্শা উপজেলার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বিরাট এক মিছিল শহরে প্রবেশ করে। ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন।

ভ্যানে চড়ে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন , ছবি : কপোতাক্ষ

এছাড়া, অসংখ্য ছোট-বড় মিছিল শহরকে উৎসবমুখর করে তুলেছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির স্থবিরতা কাটিয়ে দীর্ঘ ২৭ মাস পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর স্টেডিয়ামে আজ দুপুরে জনসভায় ভাষণ দেবেন। ৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্টেডিয়ামেই ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছিলন। এই মাঠে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এটাই প্রথম জনসভা। জনসভায় খুলনা বিভাগের ১০টি জেলা ও গোপালগঞ্জ থেকেও লাখ লাখ নেতাকর্মী অংশ নেবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন এ সংখ্যা ৫ থেকে ৭ লাখ হবে।

Leave A Reply

Your email address will not be published.