Take a fresh look at your lifestyle.

যশোর জেলা যুবমৈত্রীর সম্মেলনে সভাপতি অনুপ, সুকান্ত সম্পাদক

0

প্রতিবেদক :
বাংলাদেশ যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলনে অনুপ কুমার পিন্টু সভাপতি ও সুকান্ত দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে যশোর জেলা আইনজীবী মিলনায়তনে সংগঠনের ৮ম জেলা সম্মেলনে সংগঠনের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান।

জেলা কমিটির সহ-সভাপতি অনুপ কুমার পিন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সবদুল হোসেন খান।

সুকান্ত দাসের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রেজাউন রাজা, কেন্দ্রীয় সদস্য কামাল খান, শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি ইউনুস তালুকদার প্রমুখ বক্তৃতা করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশে চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়লেও সরকার গরিব মানুষের জন্যে স্থায়ী কোনো ব্যবস্থা নিতে পারেনি। দেশের নিম্নআয়ের মানুষের মাঝে হাহাকার রয়েছে। মধ্যবিত্তরা না পারছে সইতে, না পারছে কইতে। উন্নয়নের নামে কেবল অবকাঠামোই বাড়ানো হয়েছে। অপরদিকে, বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাদের কর্মকান্ডে দেশব্যাপি এক নৈরাজ্যকার পরিস্থিতির উদ্ভব হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিগত ৫০ বছরেও দেশে যুবদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। বর্তমান সরকার প্রতি পরিবারে একজনের কাজ দেবে- প্রতিশ্রুতি দিলেও তার কোনো নামগন্ধ নেই। নেতৃবৃন্দ যুব অধিকার আদায়ে, দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প সরাতে রাজপথে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

 

Leave A Reply

Your email address will not be published.