Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে ছলাৎ ছলাৎ শব্দে নৌকাবাইচ

0

মেহেরপুর প্রতিনিধি :
বাঁশি আর করতালির সাথে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ। বাহারি পোশাক পরা মাল্লাদের কোরাস, হেইওরে হেইও, ঢাকের তালে নৃত্য আর হাজারও দর্শকের হর্ষধ্বনিতে মুখর ছিল মেহেরপুর জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা ভৈরব নদের দু-পাশ। জেলা প্রশাসন বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

ভার্চুয়াল প্লাটফর্মে প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ খেলা আবারও নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এই ধরনের আয়োজন যাতে প্রতিবছর হয় তার জন্য সব ব্যবস্থা করা হবে।

নৌকাবাইচে ৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও বারাদি ইউনিয়ন পরিষদ রানার্সআপ হয়েছে।

এসময় ভৈরব পাড়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.