Take a fresh look at your lifestyle.

যশোরে স্বামী বিদেশ থাকার সুযোগে গৃহবধূকে উত্যক্ত করায় মামলা

0

প্রতিবেদক :
স্বামী বিদেশে থাকার সুযোগে চিহ্নিত লম্পট প্রকৃতির সন্ত্রাসীরা দুই সন্তানের জননী গৃহবধূ তানিয়া খাতুনকে (২৫) উত্যক্ত করার প্রতিবাদ করায় মোট সাইকেলের গতিরোধ করে মারপিটসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে কোতয়ালি মডেল থানায় দুই সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউপির কামালপুর গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে বুশ নয়ন ও একই এলাকার মুনছুর আলীর ছেলে মুসাসহ অজ্ঞাতনামা ২-৩ জন। মামলাটি করেছেন, যশোর সদরের ১০ নং চাঁচড়া ইউপির সাড়াপোল গ্রামের শাহাদৎ হোসেন গাজীর ছেলে শাহীন হোসেন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদ্বয়ের স্বভাব চরিত্র ভালো না এবং খারাপ প্রকৃতির লোক। আসামীদ্বয়ের ভয়ে এলাকায় কেউ কোনো কথা বলতে পারে না। বাদির বোন খরিচাডাঙ্গা গ্রামের শুকুর আলীর স্ত্রী মোছা. তানিয়া খাতুনের (২৫) স্বামী বিদেশে থেকে জীবিকা নির্বাহ করে আসছে। বাদির বোন তার দুই ছেলে মেয়েকে নিয়ে তার স্বামীর বাড়িতে বসবাস করে আসছে। বাদির বোনের স্বামী দেশে না থাকার সুযোগে সন্ত্রাসী বুশ নয়ন বাদির বোনকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। বাদির বোন বুশ নয়ন প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার জন্য বিভিন্ন সময়ে পায়তারা করে আসছিল। গত ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাদির বোন তার ব্যক্তিগত প্রয়োজনে খরিচাডাঙ্গা গ্রামের হিন্দুপাড়ার সামনে রাস্তার উপর পৌঁছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা আসামীরা বাদির বোনকে দেখে পথরোধ করে সন্ত্রাসী বুশ নয়ন বাদির বোনকে আজেবাজে কথা বলতে থাকে। তখন বাদির বোন খারাপ কথা বলতে নিষেধ করলে বুশ নয়ন গৃহবধূ তানিয়ার কাপড়- চোপড়সহ হাত ধরে টানাহেচড়া করতে থাকে। একপর্যায়ে বাদির বোন মানসম্মানের ভয়ে নিজেকে রক্ষা করার জন্য ভয়ে দৌড়ে পাশ্ববর্তী এলাকার সাধন বিশ্বাসের বাড়িতে অবস্থান নেয়। তানিয়া ভয়ে কাউকে কিছু না বলে বাদিকে মোবাইল ফোনে ফোন করে জানায়। বাদি ও তার বন্ধু নাসির উদ্দিনসহ মোটরসাইকেলযোগে দ্রুত তানিয়াকে উদ্ধার করার জন্য খরিচাডাঙ্গা গ্রামের সাধন বিশ্বাসের বাড়িতে পৌঁছালে আসামীরা বাদি ও তার বন্ধুকে দেখে চলে যায়। পরবর্তীতে বাদি তার বন্ধু এবং বোনসহ মোটরসাইকেলযোগে বোনের স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওয়ানা করলে বিকেল সাড়ে ৪ টায় খরিচাডাঙ্গা দিলুর মোড় নামক স্থানে মোহাম্মদ আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে উল্লেখিত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাদির মোটরসাইকেলের পথরোধ করে। বাদিকে মোটরসাইকেল থেকে নামতে বলে। বাদি মোটরসাইকেল থেকে নামার সাথে সাথে বুশ নয়ন কোনো কথাবার্তা না বলে কিলঘুষি মারতে থাকে। বাদির বন্ধু নাসির উদ্দেন রক্ষার করতে এলে বুশ নয়নের সহযোগী মুসা গাছের ডাল দিয়ে নাসির উদ্দিনকে আঘাত করে গুরুতর জখম করে। বাদি ও তার বন্ধুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.