Take a fresh look at your lifestyle.

দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আলোচনাসভা

0

প্রতিবেদক :
দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আজ শনিবার (২৪ ডিসেম্বর) আলোচনাসভার আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সম্পাদক এইচআর তুহিন, সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বক্তব্য রাখেন।

বিএলএফ উপ-প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম সভাপতির বক্তব্য দেন, ছবি : কপোতাক্ষ

সাংবাদিক ও সংস্কৃতিকর্মী প্রণব দাসের সঞ্চালনায় দৈনিক ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল স্বাগত বক্তব্য দেন।

উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, উদীচীর সাবেক সভাপতি সোমেশ মুখার্জ্জী, স্পন্দন সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক শরীফুল ইসলাম, ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, ঝিকরগাছা প্রতিনিধি একরামউল্লাহ স্বপন ও মণিরামপুর প্রতিনিধি বোরহানউদ্দীন জাকিরসহ সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।

অনুষ্ঠানের শেষে দৈনিক ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানের শুরুতে শত্রুমুক্ত বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক স্ফূলিঙ্গের সম্পাদক মিয়া আব্দুস সাত্তারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.