Take a fresh look at your lifestyle.

ভারতফেরত যুবক বিএফ-৭ ভ্যারিয়েন্ট নয়

0

প্রতিবেদক :

ভারতফেরত বাংলাদেশের যুবক সাদ্দাম শেখের (১৯) শনাক্ত হওয়া করোনাভাইরাসটি আলোচিত নতুন বিএফ-৭ ভ্যারিয়েন্ট নয়। জেলা স্বাস্থ্য বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৩ নভেম্বর ভ্রমণ ভিসা নিয়ে তিনি ভারতের হায়দারাবাদ গিয়েছিলেন। তিনি খুলনার দৌলতপুর থানার বাসিন্দা।

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায়উ তাকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফেরত আসা করোনা পজেটিভ যুবককে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।

 

Leave A Reply

Your email address will not be published.