Take a fresh look at your lifestyle.

অভয়নগরে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন

0
প্রতিনিধি অভয়নগর  : যশোরের অভয়নগরে সারা দেশের ন্যায় নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
আরো উপস্থিত ছিলেন, কোর্স পরিচালক মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আসমা খান, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার এক সূত্রমতে জানা যায়, (৬,৭,১৩,১৪,১৫) জানুয়ারি নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণে শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন সদ্য প্রশিক্ষণ পাওয়া মাস্টার ট্রেইনাররা। এতে পাঁচ দিনে ৪০৮ টি উপজেলা ও ২৫ টি থানায় মোট ২ লাখ ৮০ হাজার শিক্ষক অংশ নিবেন।
এ ব্যাপারে কোর্স পরিচালক মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণে এ উপজেলায় মোট ৭০০ জন শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। যা সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

Leave A Reply

Your email address will not be published.