Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ

0

মেহেরপুর প্রতিনিধি :
জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত জনজীবন।নিম্নবিত্তরা কষ্টে শীত নিবারণ করছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের তাপমাত্রা খুবই কম। খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন পার করছে। আমাদের উচিত এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মেহেরপুর জেলা যুবমহিলা লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আজ শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা যুবমহিলা লীগ।

কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম শিলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মন্ডল, সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা সভাপতি লতিফুন্নেছা লতা, সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন, শহর সভাপতি রোকসানা কামাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ নারীদের হাতে কম্বল তুলে দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.