Take a fresh look at your lifestyle.

যশোরে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন স্মরণসভা

0

প্রতিবেদক :
জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য যশোর জেলা জাসদের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের প্রয়াণে জেলা জাসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় । আজ শনিবার (১৪ জানুয়ারি) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম।

আলোচনা করেন জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আহসানউল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপি, প্রচার সম্পাদক সোহেল আহমেদ ,জাতীয় যুব জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযাহারুল ইসলাম মন্টু ,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা শরিফ খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার সদস্য নায়ীম নাজমুল প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বাঙালি জাতির নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বুঝে এবং অগ্রসর রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন । সেই ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি জাসদে যোগ দেন। তিনি আরও বলেন, দেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এটা স্পষ্ট যে একাত্তরের পরাজিত রাজনৈতিক শক্তি বিএনপিকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা জাসদ নেতা মোস্তাফিজুর রহমান বাবর।

Leave A Reply

Your email address will not be published.