Take a fresh look at your lifestyle.

যশোরে দুই ছেলের বিরুদ্ধে আদালতে পিতার মামলা

মারপিট ও চাঁদাদাবির অভিযোগ

0

প্রতিবেদক :
মারপিট ও টাকা দাবির অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক পিতা। আজ সোমবার (১৬ জানুয়ারি) মণিরামপুরের পারখাজুরা গ্রামের আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগ তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, মামলার বাদী আমিনুর রহমানের দুই ছেলে রুবেল ও সোহেল।

মামলার অভিযোগে জানা গেছে, আমিনুর রহমান দীর্ঘদিন বিদেশে থেকে বাড়ি ফিরে এসে পাকা ঘর তৈরি করে বসবাস করছেন। আসামিরা বেশ কিছুদিন তার বাড়ি ও মাছের জমি তাদের নামে লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছেলে ৫০ লাখ টাকা দাবি করে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে বিরোধের জের ধরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা তার পিতার কাছে জমি অথবা টাকা দাবি করলে দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুই ছেলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.