Take a fresh look at your lifestyle.

যশোরের ইরফান ফারাজী হত্যার প্রধান আসামি পাখি গ্রেফতার

0

প্রতিবেদক :
যশোরে আলোচিত ইরফান ফারাজী হত্যা মামলার প্রধান অভিযুক্ত পাখিকে গ্রেফতার করেছে পুরাতন কসবা পুলিশ। পুরাতন করবে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গভীররাতে চাঁচড়া রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাখিকে গ্রেফতার করে । এ সময় তার স্বীকারোক্তি মতে রেলগেটের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ পাখি রেলগেট রায়পাড়ার লিয়াকত হোসেনের ছেলে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম জানান, ইরফান হত্যায় পাখি সরাসরি জড়িত। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে পাখি ।

তিনি জানান, তার নেতৃত্বে এ হত্যার মাস্টার মাইন্ড আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। হত্যারহস্য উৎঘাটন হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বের প্রকাশ্যে শহরের খড়কি এলাকার নিজ দোকানের সামনে হত্যা করা হয় ইরফান ফারাজীকে। তিনি শহরের খড়কি ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ও পলেটেকনিক কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় মামলার পর র‌্যাব তৌহিদকে আটক করে। এরপর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। কাদেরকে গ্রেফতারের পর মূল রহস্য বের হয় হয়। সর্বশেষ এ হত্যায় জড়িত আরেক আসামি পাখিকে গ্রেফতার করা হয়। বাকি রয়েছে শিশির, রাহুল ও বিপ্লব।

Leave A Reply

Your email address will not be published.