Take a fresh look at your lifestyle.

যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

0

প্রতিবেদক :
গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বইপড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩। দিবসটির এবারের প্রতিবাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’

দিবসটি উপলক্ষে আজ রোববার (৫ (৫ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ, অদম্য’৭১, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, ছাপা বইয়ের পাশাপাশি এই স্মার্ট বাংলাদেশের যুগে শিক্ষার্থীরা স্মার্ট ডিভাইসের মাধ্যমে গ্রন্থাগারের সুবিধা পেতে চায় এবং সেটি এখন ব্যবহার করছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটিকে স্মার্ট করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকাশিত অনেক গবেষণাপত্রকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারকে অনুরোধ করব, যেসব বইয়ের গ্রন্থস্বত্ব নেই সেগুলোকে যেন খুব দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। তাহলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে।

অনুষ্ঠানে যবিপ্রবি গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) স্বপন কুমার বিশ্বাস ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, উপ-পরিচালক (অর্থ) জি. এম. দীন মোহাম্মদ, উপ-পরিচালক (হিসাব) মো. আবু ছাইম, উপ-গ্রন্থাগারিক মো. জাহাঙ্গীর কবীর, সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আব্দুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার এস. এম. ওয়ালিউজ্জামান, সেকশন অফিসার মো. তুহিন হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনাসভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।

২০১৮ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে এ দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এরই প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উদযাপন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.