Take a fresh look at your lifestyle.

যশোরে সংসদ সদস্য কাজী নাবিলের নেতৃত্বে শান্তি সমাবেশ

0

প্রতিবেদক :
বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে যশোর সদর উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব শান্তি সমাবেশের নেতৃত্ব দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে তিনি রাজারহাট বাজারে সমাবেশ শুরু করেন। এরপর পুলেরহাট বাজার, চুড়ামনকাটি বাজার ও হাশিমপুর বাজারে সমাবেশ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে জামায়াত-বিএনপির গাত্রদাহ হচ্ছে। কোনোভাবেই সহ্য করতে পারছে না। বর্তমান বৈশি^ক দুর্যোগকে পুঁজি করে শেখ হাসিনার নামে দুর্নাম রটাচ্ছে। দেশবাসী সর্তক আছে। তাদের কান কথায় কেউ বিশ^াস করবে না। ২০০১ থেকে ২০০৫ সালের কথা সবার মনে আছে। সেই সময় প্রখ্যাত অর্থনীতিবিদ এস এম গোলাম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, সাংবাদিক হুমায়ন কবির বালু, মানিক সাহার মতো দেশ বিখ্যাতদের হত্যার কথা কেউ ভুলে যায়নি। দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলা করে জঙ্গি কায়দায় দেশ পরিচালনা করতে চেয়েছিল। তাদের শ্লোগান ছিল আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তারা কখনও বাংলার মানুষের ভালো চায় না। দেশের শান্তি, নিরাপত্তা, প্রগতি ও প্রবৃদ্ধি তাদের পছন্দ হচ্ছে না। উন্নয়নের মাইলফলকে তারা মনে-প্রাণে মেনে নিতে পারছেন না। ওইসব দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চুড়ামনকাটি ইউনিয়নে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুস সবুর হেলাল, কৃষি সম্পাদক আবু সেলিম রানা, সদস্য সাইফুল ইসলাম তুহিন, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক বিশ্বাস, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকরামুল কবির দ্বীপ ও চুড়ামনকাটি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি।

হাশিমপুর বাজারে ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মৃদুল, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেন, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, ইছালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাবার হোসেন শিহাব, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম ও ছাত্রলীগ নেতা রাফায়েত রিওন।

রাজারহাট বাজারে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা যুবলীগের শিক্ষা সম্পাদক আলাউদ্দিন মুকুলের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।

পুলেরহাট বাজারে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের শ্রম সম্পাদক সেলিম রেজা পান্নুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী, বর্তমান আহ্বায়ক জাফর ইকবাল প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.