Take a fresh look at your lifestyle.

যশোরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগের রাতে ৩৬ নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ

সরকার ভূত দেখার মতো ভয় পেয়েছে : ফারুক

0

প্রতিবেদক :
যশোরে পদযাত্রা কর্মসূচির আগের রাতে ৩৬ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর ও চৌগাছা উপজেলাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ধরপাকড় আর অভিযানের মধ্যে দিয়ে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় বের হন। পদযাত্রাটি টাউন হল ময়দান থেকে বের হয়ে মাইকপট্টি, চৌরাস্তা হয়ে রবীন্দ্রনাথ সড়ক পর্যন্ত যায়। সেখানে পুলিশ শেষ করার নির্দেশনা দিলে পদযাত্রাটি আবার বিএনপি কার্যালয়ে ফিরে শেষ হয়।

এর আগে, শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে গণজমায়েত করে নেতাকর্মীদের। গণজমায়েতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মতো ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে এ সময় জয়নাল আবেদীন ফারুক বলেন, সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে জনগণের উপর অত্যাচার আমরা মানি না। সংসদ ভেঙ্গে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। আওয়ামী লীগের দেওয়া এই নির্বাচন কমিশন মানি না। জনগণকে সাথে নিয়ে বিএনপি জেগেছে। দেশের মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগকে পদত্যাগে বাধ্য করা হবে।


বিএনপির পদযাত্রা টাউন হল ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে, ছবি : কপোতাক্ষ

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, নির্বাহী সদস্য সাবেরা নাজমুল মুন্নী, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম বনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান কবির প্রমুখ। এছাড়া পদযাত্রা কর্মসূচিতে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

নেতাকর্মীদের গ্রেফতারে বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি জনগণের দাবি আদায়ের জন্য যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা পন্ড করতে পুলিশ কর্মসূচির আগের রাতে অভিযান চালিয়েছে। নেতাকর্মীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩৩ জন সদরে ও বাকি তিনজন চৌগাছায়। এছাড়া বিভিন্ন উপজেলায় বাড়ি বাড়ি তল্লাশি করেছে। সবকিছুর মধ্যেই শাস্তিপূর্ণ কর্মসূচি শেষ করেছে জেলা বিএনপি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হোসাইন বলেন, বিএনপির অভিযোগ সত্য নয়। যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, শুধুমাত্রই তাদেরকেই গ্রেফতার করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.