Take a fresh look at your lifestyle.

যশোরের পারভেজ বায়োলজি অলিম্পিয়াডে খুলনা বিভাগে সেরা

0

প্রতিবেদক :
যশোরের মেধাবি শিক্ষার্থী পারভেজ রওশন সরদার বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। সম্প্রতি খুলনা বিশ^বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এর ফলে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন। পারভেজ যশোরের বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক খোরশেদ আলমের দৌহিত্র এবং ডা. এসএম রবিউল আলম ও ডা. নাজনীন আক্তারের পুত্র। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারভেজ আগামী ১৩ মে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে ভালো ফলাফল করতে সক্ষম হলে আবুধাবিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবেন। ছেলের ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেছেন চিকিৎসক দম্পত্তি।

Leave A Reply

Your email address will not be published.