Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন

0

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলায় পিতা-পুত্রের সশ্রমযাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত পিতা-পুত্র হলেন : গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মালেক জোয়ার্দার (৬০) ও তার ছেলে আলমগীর হোসেন জোয়ার্দার (৩৫)। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। মামলায় দোষী প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পাওয়া আসামীরা হলেন : রহমত বিশ্বাস, সাবাতুল্যাহ বিশ্বাস, রফাতুল বিশ্বাস, মাজেদুল জোয়ার্দার, মাজহারুল ইসলাম, রাজু বিশ্বাস, শহিদুল ইসলাম, পিন্টু আলী ও তমির উদ্দীন।

মামলার এজাহারে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ২৫ মে সকাল সাড়ে ৯টার দিকে আসামীরা রামদা, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে দলবদ্ধভাবে ষোলটাকা গ্রামের কফেল উদ্দীনের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। ভবিষ্যতে বাড়াবাড়ি করলে এরপর খুনের হুমকি দিয়ে চলে যায়। যাবার পথে কফেল উদ্দীনের ভাই ইউপি সদস্য কামাল হোসেনকে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করে ফেলে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন কামাল হোসেনের ভাতিজা ফারুক হোসেন বাদী হয়ে গাংনী থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামীপক্ষে এ কে এম শফিকুল আলম কৌশুলী ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.