Take a fresh look at your lifestyle.

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

0

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. শরিফ উদ্দিন (৪০) নিহত। আজ শনিবার (২৫ মার্চ) তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উদ্দিন সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহ মন্ডলের ছেলে । তিনি শোলমারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শরিফ উদ্দিন ওষুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে গাংনীর কাথুলী মোড়ে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দ্রুতগামী যাত্রীবাহী বাস হাজী রাবেয়া (মেহেরপুর-জ-১১০০৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বামন্দি নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.