Take a fresh look at your lifestyle.

যশোর এলাকার ফিতরা ও জাকাতের নিসাব নির্ধারণ

0

প্রতিবেদক :
যশোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরা ও জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) যশোর জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ড যৌথ পরামর্শ সভায় বসে।

বাজারমূল্য পর্যবেক্ষণ করে সভায় সিদ্ধান্ত হয়, আটার দামে ফিতরা হবে ১০০ টাকা। আর খেজুরের দামে এক হাজার টাকা, কিসমিসের দামে ফিতরা হবে এক হাজার ৬৫০ টাকা এবং পনিরের দামে দুই হাজার ৬৪০ টাকা।

সভায় জাকাতের নিসাবও নির্ধারণ করা হয়। রুপার ভরি ১৫শ’ টাকা হিসেবে এবার জাকাতের নিসাব ধার্য করা হয় ৭৮ হাজার ৭৫০ টাকা।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.