Take a fresh look at your lifestyle.

বিএনপি নেতা অ্যাড. ইকবালসহ দুজনের বিরুদ্ধে সমন

0

প্রতিবেদক :
৪২ লাখ টাকা আদায়ের মামলায় মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনসহ দুজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে আদালত। সমনে আগামী ২৫ মে বিবাদীদের আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন বিচারক। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী বনি আমিন। মামলার অপর আসামি একই এলাকার হারুন অর রশীদ।

মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মণিরামপুর মৌজার ৩৬৮ খতিয়ানের ১৩৫/২৯৭ দাগের .০৯১ শতক (পাকাভবনসহ) জমি রয়েছে। তা তিনি বিক্রি করবেন বলে জানান। তাদের মধ্যে চুক্তিও হয়। সেই চুক্তি অনুয়ায়ি ২০২০ সালের ৩০ জানুয়ারি স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন করে ৪১ লাখ ৯১ হাজার টাকা নেন শহীদ ইকবাল। এরপর শহীদ ইকবাল জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা ফেরত চাইলেও দেননা তিনি। সর্বশেষ গত ২০ ফেব্রæয়ারি আব্দুল কাদের ৪১ লাখ ৯১ হাজার আদায়ের দাবিতে অতিরিক্ত জেলা দায়রা জজ ও অর্থঋণ আদালত যশোরে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করেন পরবর্তিতে আদেশের দিন ধার্য করেন। শুনানি শেষে বিবাদী ইকবাল হোসেন ও হারুন অর রশীদের বিরুদ্ধে আদালত সমন জারির আদেশ দেন।

 

Leave A Reply

Your email address will not be published.