Take a fresh look at your lifestyle.

যশোরের অস্ত্র মামলায় সন্ত্রাসীর যাবজ্জীবন কারাদণ্ড

0

প্রতিবেদক :
যশোরের চিহ্নিত সন্ত্রাসী আজগর আলীকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় প্রদানকালে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল বিশ্বাস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আজগর আলী যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত জবেদ আলী মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, সংশ্লিষ্ট আদালতের এপিপি শ্যামল কুমার মজুমদার।

আদালত সূত্রে জানা গেছে, বাঘারপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ২০ অক্টোবর রাতে উপজেলার রাঘবপুর গ্রামে ডাকাতির খবর পেয়ে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ কাজল নামে একজনকে আটক করে। কাজলের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আজগর আলীকে। আজগর আলীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। তার দেখানো মতে ২৮ অক্টোবর একটি ওয়ানস্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানার এসআই শরীফুল ইসলাম আজগরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। একই বছরের ১৯ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই জিল্লুর রহমান। সাক্ষ্য গ্রহণ শেষে আজগর আলীকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। একইসাথে রায় প্রদানকালে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, আজগর আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে সূত্র জানায়।

Leave A Reply

Your email address will not be published.