Take a fresh look at your lifestyle.

যশোরে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ১৯৮৬, বহিষ্কার ২

এসএসসি পরীক্ষা

0

প্রতিবেদক :
যশোর শিক্ষাবোর্ডে আজ বুধবার (৩ মে) অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় নকল করার দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার সাদেমাননেছা-৪৯৯ নম্বর কেন্দ্রে ২১৭৮১২ রোল নম্বরধারীকে এবং যশোরের কাঠগড়া-৪৭৪ নম্বর কেন্দ্রে ৪০৪১৮০ রোল নম্বরধারীকে বহিষ্কার করা হয়েছে। আর এ পরীক্ষায় শিক্ষাবোর্ডের এক হাজার ৯৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গার সাদেমাননেছা-৪৯৯ ও যশোরের কাঠগড়া-৪৭৪ কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটে। নকল করার দায়ে সেখান থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ছিল এক লাখ ৫২ হাজার ১৫ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৫০ হাজার ২৯ জন। এক হাজার ৯৮৬ অংশ নেয়নি। অংশ না নেয়া পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৪২, বাগেরহাটে ১৩৫, সাতক্ষীরায় ১৮২, কুষ্টিয়ায় ২৩৫, চুয়াডাঙ্গায় ১৭৭, মেহেরপুরে ৯১, যশোরে ৩৪৫, নড়াইলে ১৪৪, ঝিনাইদহে ৩০২ ও মাগুরায় ১৩৩ জন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.