Take a fresh look at your lifestyle.

যশোরে নারী আইনজীবীর রিকসাচালককে মারধরের ভিডিও ভাইরাল

0

প্রতিবেদক :
যশোরে তুচ্ছ ঘটনায় এক নারী আইনজীবীর কাছে এক রিকশাচালক মারধরের শিকার হয়েছেন। মারধরের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারী আইনজীবী আরতি রাণী ঘোষ। তিনি শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। রিকশাচালকের চেয়ে নারী আইনজীবী বয়সে ছোট হয়েও এভাবে মারধর করাতে অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, ‘নারী ঐ আইনজীবী রিকশাচালককে এলোপাতাড়ি চড় মারার সঙ্গে জুতাপেটাও করেছেন। তবে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঐ আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি।

অ্যাড. আরতি রাণী ঘোষ রিকশাচালককে এলোপাতাড়ি চড় মারতে থাকেন, ছবি : কপোতাক্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গ্রাউন পরা ৫০ বছর বয়সী এক নারী আইনজীবী রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে যেয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এসময় রিকশাচালক হাত উচু করে মাফ চান। বারবার রিকশাচালক আকুতি মিনতি করলেও ঐ নারী আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং নারী ঐ আইনজীবী আরও চড়াও হয়ে এলোপাতাড়ি চড় মারতে থাকে। এসময় সড়কে পথচারীরা ঐ আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ঐ নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ঐ রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

ঘটনার সময়ে যশোর প্রেস ক্লাবের অফিস সহকারী রবি যাচ্ছিলেন ঐ সড়ক দিয়ে। রিকশাচালককে এভাবে মারতে দেখে তিনি এগিয়ে যান মারধর থেকে রিকশাচালককে বাঁচাতে। তিনি বলেন, ‘নারী ঐ আইনজীবীকে বারবার অনুরোধ করার পরেও তিনি কারও কথা শোনেনি। একের পর এক রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে সড়কে অবস্থান করা বিভিন্ন পথচারী প্রতিবাদ করলে তিনি কিছুটা শান্ত হন।

রিকশাচালকের ওপর অ্যাড. আরতি রাণী ঘোষের অ্যাকশন, ছবি : কপোতাক্ষ

আইনজীবী আরতি রানী ঘোষ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ঐ রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। উত্তেজিত হয়ে এমনটা করে ফেলেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি। এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নে আরতি রানী বলেন, ‘ওকে কি পুঁজো করবো?’ ঐ আইনজীবীর দাবি, রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন।

এদিকে আইনজীবী হয়ে সড়কের উপরে এক রিকশাচালককে এভাবে মারধর করায় রীতিমতো অবাক হয়েছেন খোদ আইনজীবীরা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.