Take a fresh look at your lifestyle.

যশোর মোখা মোকাবেলায় প্রস্তুত

0

প্রতিবেদক :
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

আজ শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষে জেলার বিভিন্ন উপজেলার তাৎক্ষণিক পরিস্থিতির প্রতিবেদন সংগ্রহ করা হবে।

জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের ফোন, নাম্বার ০২৪৭৭৭-৬২৫৮৯-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৪শো ৮৪ দশমিক ৫ মেট্রিক টন জিআর চাল, ৮ লক্ষ ৭৭ হাজার জিআর ক্যাশ টাকা, একশো ৯ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ মঞ্জুরির জন্য ৩ লক্ষ ২৭ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.