Take a fresh look at your lifestyle.

সংস্কৃতি পরিষদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

0

প্রতিবেদক :
বেসরকারি শিক্ষাবোর্ড সংস্কৃতি পরিষদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৩ হাজার ৩ শত ৮৭ পরীক্ষার্থী মধ্যে ৩ হাজার ৬১ জন উত্তীর্ণ এবং ৫ জন অকৃতকার্য হয়েছে। আজ শনিবার (১৩ মে) সুরবিতান সঙ্গীত একাডেমির রানা স্মৃতি মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের সভাপতি অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জী এই ফলাফল ঘোষণা করেন। কেন্দ্রাধ্যক্ষরা এসব ফলাফলের কপি সংগ্রহ করেন।

ফলাফল অনুযায়ী এ প্লাস পেয়েছেন ৭শ’ ৫৩ জন, এ গ্রেডে ৫শ’ ৩০, এ মাইনাস ৪শ’ ৭৬, বি প্লাস ৪শ’ ৬৬, বি গ্রেড ৩শ’, বি মাইনাস ২শ’ ৫, সি প্লাস ১শ’ ২৮, সি গ্রেড ৯৮, ডি গ্রেড ৭৯ জন।

ঢাকা, খুলনা, যশোর বাগেরহাট, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ৪১টি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পান্না লাল দে, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বাসুদেব বিশ্বাস, সঞ্জীব চক্রবর্তী, কোষাধ্যক্ষ দিপংকর বিশ্বাস, সাংবাদিকবৃন্দসহ সংস্কৃতিজনেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.