Take a fresh look at your lifestyle.

অভয়নগরে শত্রুতা করে ঝুটে আগুন!

0

অভয়নগর প্রতিনিধি :
যশোরের অভয়নগরে স্তুপ করে রাখা ৪ লাখ টাকা মূল্যের ঝুটে আগুন লেগেছে। সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার একতারপুর গ্রামে বালুর মাঠ নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে।

উপজেলার তালতলা গ্রামের মৃত জলিল শেখের ছেলে ঝুটের মালিক নওয়াব আলী জানান, আকিজ জুট মিল থেকে ক্রয় করা ঝুট একতারপুর বালুর মাঠে খোলা আকাশের নিচে স্তুপ (ড্যাম্প) করে রাখা হয়। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন স্তুপ করা ঝুটে আগুন লেগেছে। প্রায় ৪ লাখ টাকা মূল্যের ঝুটে শত্রুতা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

যশোর জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, আগুন নিয়ন্ত্রণে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে। খোলা মাঠে ঝুট স্তুপ করে রাখায় আগুন নেভাতে সুবিধা হলেও পর্যাপ্ত পানির অভাব ছিল। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা সম্ভব হবে।

Leave A Reply

Your email address will not be published.