Take a fresh look at your lifestyle.

মণিহার এলাকার ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের দাবি

0

প্রতিবেদক :

যশোরের মণিহারে পরিবহন কাউন্টার এলাকার সড়কের উপর লোহার পাইপ ও অ্যাঙ্গেল দিয়ে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থায়ীভাবে অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ মে) পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বুধবারের ঝড়ে মণিহার মোড়ে রয়েল ব্লু অ্যাডভাইজার কোম্পানির বিলবোর্ড পরিবহন কাউন্টারের সামনে ভেঙে পড়লে একটি যাত্রীবিহীন ইজিবাইক দুমড়ে মুচড়ে যায়। বিদ্যুতের পোল ১২ঘন্টা মাটিতে পড়ে থাকে। এখানকার ঝুঁকিপূর্ণ ৪-৫টি বিলবোর্ডের কারণে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা তৈরি করেছে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ শ্রমিক, যাত্রী, স্থানীয় দোকানি, ব্যবসায়ী ও পথচারীদের সুবিধার্থে এসকল বিলবোর্ড অপসারণের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.