Take a fresh look at your lifestyle.

যশোরে গুজব-মাদক-বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

0

প্রতিবেদক :
বাল্যবিবাহ রোধ, গুজব প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, সামাজিক মূল্যবোধ, নৈতিক অবক্ষয় রোধ, অনাবাদি জমি আবাদি করতে উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) সূচকভিত্তিক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় আজ রবিবার (২১ মে) বিকালে জেলা তথ্য অফিস, যশোর শহরের বেজপাড়া গুলগুল্লার মোড়ে এ উঠান বৈঠকের আয়োজন করে।

উঠান বৈঠকে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম প্রধান অতিথি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতামূলক বার্তা নিয়েও আলোচনা করা হয়। এতে শতাধিক নারী অংশ নেন।

উঠান বৈঠক শেষে উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের জন্য নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.