Take a fresh look at your lifestyle.

যশোরে জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত

0

প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) যশোরের বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজে নজরুলগীতি, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা কালচারাল অফিসার হায়দার আলীসহ কমিটির সদস্যরা। অনুষ্ঠানে সঞ্চলনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক রিপন হোসেন।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের নজরুল-জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার বিকালে উদীচী যশোরের কার্যালয়ে উদীচী পরিচালিত মুন্সি রইচ উদ্দীন সংগীত একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

যশোর সরকারি মাইকেল মধুসূদন দত্ত (এমএম) কলেজে নজরুল-জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুলজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর আখতার হোসেন।

জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন, ছবি : কপোতাক্ষ

অগ্নিবীণা কেন্দ্রীয় সংসাদের নজরুল-জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে টাউনহল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক, অগ্নিবীণার উপদেষ্টা লেখক কলামিস্ট ও গবেষক মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে. এম. ইকবাল হোসেন, অগ্নিবীণার সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক রোমানা খান চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সহ-সভাপতি আতাউর রহমান, নজরুল ইসলাম বুলবুল প্রমুখ।

অন্যদিকে, যশোর জিলা স্কুলে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শফিয়ার রহমান, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দিন, উত্তম কুমার মন্ডল। দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক (দিবা) মহিউদ্দিন।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে উপশহর কলেজে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা, কবির কবিতা পাঠ ও গান পরিবেশিত হয়। বাংলা বিভাগের আয়োজনে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন কবি ও কলামিষ্ট মাহমুদা রিনি।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নার্গিস খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। এছাড়া আলোচনা করেন কলেজের গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক, কবি কাসেদুজ্জামান সেলিম, গাজী মো. শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম প্রমুখ। এর আগে কবির নানা দিক নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.